• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:০৯ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

পুবাইলে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার, কারাগারে মৃত্যু

২৮ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৩৮:৩৮

সংবাদ ছবি

পুবাইল পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি: পুবাইলে ধর্ষণের অভিযোগে গণধোলাইয়ের শিকারের পর গ্রেফতার ইমাম গাজীপুর কারাগারে মারা গেছে।

Ad

২৭ এপ্রিল রোববার দিবাগত রাত ৩টায় গাজীপুর জেলা কারাগারে তার মৃত্যু হয়।

Ad
Ad

নিহত ইমাম রহিজ উদ্দিন (৩৫) কুমিল্লার মতলব থানার বাদশা মিয়ার ছেলে। রহিজ হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কাজ করতেন।

এর আগে, রোববার সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম রহিজ উদ্দিনকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে ওই দিনই আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠায়।

গাজীপুর মহানগরীর পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, শিশু ও কিশোরদের ধর্ষণের অভিযোগে রোববার এলাকাবাসী রহিজ উদ্দিনকে আটক করে। এরপর উত্তেজিত জনতা তাকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয় এবং তার গলায় জুতার মালা দিয়ে ব্যাপক মারধর করে।

পরবর্তীতে ওই ঘটনায় নির্যাতিত এক কিশোরের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ ইমাম রহিজ উদ্দিনকে এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রাতে গাজীপুর জেলা কারাগারে পাঠায়।

রাত ৩টায় কারাগারে রহিজ উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার সকালে নিহতের মরদেহ ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, রহিজ উদ্দিনের শরীরে পাবলিক অ্যাসল্টের চিহ্ন ছিল। রাত ৩টায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়, তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
সৌদিতে তারার হাট, নজর কাড়লেন ঐশ্বরিয়া
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২:২৯


সংবাদ ছবি
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:৪৯

সংবাদ ছবি
কৃষি উদ্ভাবনে বৈশ্বিক স্বীকৃতি পেলো উইগ্রো
৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৯:৪০

সংবাদ ছবি
বিশ্বকাপ ২০২৬ ড্র দেখবেন যেভাবে
৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:২৬




Follow Us