• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:৩০:২২ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

শিক্ষাপ্রতিষ্ঠান টানা ৪০ দিন ছুটিতে ডেঙ্গু শঙ্কা

২৬ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:২৬:২১

সংবাদ ছবি

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। 

Ad

২৬ ফেব্রুয়ারি বুধবার থেকে ৭ এপ্রিল পর্যন্ত থাকবে এ ছুটি। দীর্ঘ ছুটিতে সঠিক ব্যবস্থাপনা না হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এডিস মশার আতুর ঘরে পরিণত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।

Ad
Ad

শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলায় ১২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫১টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মহাবিদ্যালয় রয়েছে। এর বাইরে বেশ কিছু কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন এবং ০২ মার্চ থেকে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের এ ছুটি শুরু হবে।

এ বিষয়ে চিকিৎসক, আবহাওয়াবিদ, সরকারি কর্মকর্তা ও সচেতন মহলের সাথে কথা বলে জানা গেছে, একই সাথে পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের লম্বা ছুটি হচ্ছে। এ সময় বৃষ্টি হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকা ফুলের টব, ডাবের খোসা, পলিথিন বা অন্যান্য স্থানে জমে থাকা পানি, ড্রেন, প্যান ও প্লাস্টিকের পরিত্যক্ত পাত্রে পানি জমে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার জন্ম হতে পারে। তাই প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দায়িত্বপালনকারী নিরাপত্তা প্রহরী, নৈশ প্রহরী ও অন্যান্য কর্মীদের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ফকিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায় বলেন, ‘ছুটির আগে আমরা প্রতিটা ক্লাস্টার মিটিং এ ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা দিয়েছি। এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট প্যান চটের বস্তা দিয়ে ঢেকে রাখা, টবের পানি দুই দিন পর পর পরিবর্তন করা ও বৃষ্টি হলে ক্যাম্পাসে পানি জমলে তা অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এগুলো নিশ্চিত করবেন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১


Follow Us