• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:০৮:২১ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

ঘাটাইলে গুড়িয়ে দেয়া হলো অবৈধ সীসা কারখানা

২৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫:৩০

সংবাদ ছবি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইল পূর্বাঞ্চলের সাগরদিঘী ইউনিয়নের কামালপুর নামক স্থানে রিজার্ভ ফরেস্টের ভিতরে অবৈধ ভাবে গড়ে উঠা পাশাপাশি দুইটি সীসা কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার দুপুর আড়াইটায় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের টাস্ক ফোর্স যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

Ad

পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালকের নেতৃত্ব অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোছা. শারমিন ইসলাম।  এ সময় আরও উপস্থিত ছিলেন সাগরদিঘী বিট অফিসার মনিরুল ইসলাম আনছারী, ধলাপাড়া ধলাপাড় সদর বিট অফিসার আধ কদ্দুছসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

Ad
Ad

জানা যায়, স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘ দিন ধরে অবৈধভাবে এই সীসা কারখানা পরিচালনা করে আসছেন। স্থানীয়রা বলছেন, এর আগেও এই দুইটি কারখানা গুড়িয়ে দেয় প্রশাসন।

জানতে চাইলে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, বনের মধ্যে সীসা কারখানা পরিবেশ ও প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি। আমরা এর আগেও অভিযান পরিচালনা করে এ দুটি কারখানা গুড়িয়ে দিয়েছিলাম। বর্তমানে আমাদের টাস্ক ফোর্সের যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। আমরা এখানে এসে সীসা কারখানার আলামত পেয়েছি এবং তা ধ্বংস করে দিয়েছি।

টাস্ক ফোর্সের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন ইসলাম বলেন, দুটি সীসা কারখানা নতুন করে পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে। এই তথ্যটা পাওয়ার সাথে সাথে আমরা উপজেলা প্রশাসন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করি। কারখানাটি পরিবেশ সম্মত নয় বিধায় এ দুটিকে গুড়িয়ে দেয়া হলো। পরিবেশ সুরক্ষায় আমরা সকল অভিযান অব্যাহত রাখব বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১

সংবাদ ছবি
ভূমিকম্পে আতঙ্ক নয়, সতর্ক হওয়ার আহ্বান
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৩৬


Follow Us