• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:২৪:২৬ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে রেলের টিকেট কালোবাজারি চক্রের ২ সদস্য গ্রেফতার

১৪ জুন ২০২৪ বিকাল ০৫:৫৯:০৮

সংবাদ ছবি

রংপুর ব্যুরো: ঠাকুরগাঁও থেকে রেলের টিকেট কালোবাজারি চক্রের প্রধান দুই সদস্য রায়হান ও আনিছুরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

Ad

১৪ জুন শুক্রবার গভীর রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি, মনিটর, ১টি প্রিন্টার, ১টি সিপিইউ, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং ১৪৫টি ট্রেনের টিকেট উদ্ধার করা হয়েছে।

Ad
Ad

লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান জানান, ঈদুল আযহাকে সামনে রেখে টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে র‌্যাবের বিশেষ অভিযানে জেলার সদর থানার শিবগঞ্জ থেকে টিকেট কালোবাজারি চক্রের প্রধান দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

কালোবাজারি চক্রের সদস্যরা হলো- চক্রের প্রধান পারপুগি এলাকার মতিনুল ইসলামের ছেলে মো. রায়হান (২৫) ও মহেশখালী এলাকার ইউসুফ আলীর ছেলে মো. আনিছুর রহমান (৩০)।

তিনি আরও জানান, টিকেট অনলাইনে আসার সাথে সাথে কালোবাজারির সদস্যরা তা কৌশলে সংগ্রহ করে অনেক বেশি দামে বিক্রি করে। তারা এক ধরনের সিন্ডিকেট এবং তারা মোবাইলে বিভিন্ন অ্যাপ্স (ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ) এর মাধ্যমে গ্রুপ পরিচালনা করে থাকে।

লেফটেন্যান্ট কমান্ডার বলেন, তাদের পরিচালিত গ্রুপে টিকেটের যাবতীয় তথ্য যেমন- কার কাছে কতটি টিকেট আছে, টিকেটের দাম কত, কোন ট্রেনে কয়টি টিকেট আছে, কে কয়টা টিকেট বিক্রয় করবে বিস্তারিত তথ্য তারা তাদের গ্রুপে শেয়ার করে থাকে।

দীর্ঘ দিন যাবৎ ঠাকুরগাঁও জেলা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানের টিকেট কালোবাজারি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। পরবর্তীতে আসামিদের ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

র‌্যাব ১৩ অধিনায়ক কমান্ডার কামরুল হাসান জানান, টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে র‌্যাব শুরু থেকেই কাজ করে আসছে। ঈদকে ঘিরে রেলস্টেশনে টিকেট কালোবাজারিদের থেকে যাত্রীদের নিরাপদ রাখার জন্য র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১

সংবাদ ছবি
ভূমিকম্পে আতঙ্ক নয়, সতর্ক হওয়ার আহ্বান
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৩৬







Follow Us