• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:২২:২০ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লায় নিখোঁজের ৩ দিন পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

২৯ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৯:৩৮

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বরুড়া উপজেলার সমেষপুর এলাকার একটি মাদ্রাসার স্টোর রুম থেকে সিয়াম (১১) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Ad

২৯ ডিসেম্বর শুক্রবার সকালে বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের সমেষপুর মারকাজুল তালিমুওয়াজ তারবিয়াহ কওমি মাদ্রাসার স্টোর রুম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

শিশুটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো। সে সেখানকার আবাসিক ভবনেই থাকতো।

জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে সিয়ামকে পাওয়া যাচ্ছিল না বলে মাদ্রাসার কর্তৃপক্ষ তার বাবাকে মুঠোফোন জানায়। পরে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির জন্য মাইকিং করা হয়। পরে বরুড়া থানায়ও অবগত করা হয়। নিখোঁজের ৩ দিন পর আজ শুক্রবার সকালে মাদ্রাসার স্টোর রুম থেকে দুর্গন্ধ বের হলে মেঝেতে শিশু সিয়ামের মরদেহটি পাওয়া যায়।

শিশুটির মামা হেদায়েতুল্লাহ বলেন, মাদ্রাসা থেকে জানানো হয় সিয়ামকে পাওয়া যাচ্ছে না। এরপরেই পরিবারের সবাই সিয়ামকে খোঁজাখুঁজি করে। যেদিন থেকে সিয়ামে পাওয়া যাচ্ছিল না, সেদিন থেকে বাবুর্চি জাহাঙ্গীর মাদ্রাসা থেকে উধাও হয়ে যায়। ৩ মাস আগে সিয়ামের খালার সঙ্গে ওই মাদ্রাসার বাবুর্চি জাহাঙ্গীরের বিবাহ বিচ্ছেদ হয়। ধারণা করা হচ্ছে, এর জেরেই সিয়ামকে সে মেরে ফেলে চলে যায়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ‘শিশুটি যে মাদ্রাসায় পড়ত ওই মাদ্রাসার বাবুর্চি জাহাঙ্গীরই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ হচ্ছে। তাকে গ্রেফতার করার জন্য আমাদের টিম কাজ করছে। গ্রেফতারের পর হত্যার মূল রহস্য উদ্ঘাটন হবে বলে মনে করছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১


Follow Us